Stop Limiting Life's Possibility


 


এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোলকাতায় ২০১১'এ অনুষ্ঠিত একটি সৎসঙ্গে সদগুরু স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছেন,পিঁপড়ে থেকে পোকামাকড়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার,এই পৃথিবীর সব প্রাণীই নিজের জীবিকা উপার্জন করে থাকে।তিনি খেদ প্রকাশ করছেন যে, মনুষ্যজাতির প্রভূত বুদ্ধিমত্তা সত্ত্বেও সে তার সমগ্র সচেতনতা যা জীবনের একটা ছোট আঙ্গিক হতে পারতো শুধু তাতেই বিনিয়োগ করেছে।এখন সময় এসেছে নিজে সম্ভাবনাকে সীমিত করার বদলে,আমরা আমাদের পরিপূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার জন্য নিজেদের পরিচালিত করি। কোলকাতায় এসে স্বেচ্ছাসেবকদের আর কী বললেন সদগুরু?..জানতে দেখুন পুরো ভিডিওটি।

 #SadhguruBangla English video:    • Stop Limiting Lif...  

  **************************************** সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেলিয়াঙ্গীরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরু'র প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে। সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: http://www.isha.sadhguru.org

Similar Videos

0 comments: